এনসিপির ১৭০ আসনে খসড়া প্রার্থী তালিকা প্রস্তুত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেক্স
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪৫ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় প্রস্তুতিতে নেমেছে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে দলটি দেশব্যাপী নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ১৭০টি আসনে সম্ভাব্য প্রার্থীর খসড়া তালিকা তৈরি করেছে এনসিপি। এর মধ্যে ঢাকার একাধিক আসনে দলের শীর্ষ নেতারা প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন: বর্তমান সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে: মির্জা ফখরুল

আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-৯ বা ঢাকা-১১ আসন থেকে, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মিরপুর এলাকা থেকে, এবং চিকিৎসক ডা. তাসনিম জারা ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্থা শারমিন, নাহিদা সারোয়ার নিভা, রাসেল আহমেদ, আকরাম হোসেন, ফয়সাল মাহমুদ শান্তসহ একাধিক কেন্দ্রীয় নেতা ঢাকাসহ আশপাশের বিভিন্ন আসনে মনোনয়ন পাওয়ার পথে রয়েছেন।

এনসিপির নেতারা জানিয়েছেন, দলটি কোনো রাজনৈতিক জোটে যাচ্ছে না, বরং স্বতন্ত্র অবস্থান বজায় রেখে নির্বাচনে অংশ নেবে। তবে অভিন্ন রাজনৈতিক এজেন্ডা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে কিছু আসনে সমন্বয় হতে পারে।

আরও পড়ুন: ইসি যে সিদ্ধান্ত নেয়, সেগুলোর কোনো নীতিমালা নেই: এনসিপি নেতা হাসনাত

দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আমাদের বেশিরভাগ নেতাকর্মী চান, এনসিপি যেন স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়। জোট বা আসন সমঝোতার ধারণার সঙ্গে আমরা একমত নই।

অন্যদিকে, বিএনপি ও জামায়াত উভয়েই এনসিপিকে নিজেদের জোটে টানার চেষ্টা করছে বলে জানা গেছে। তবে জামায়াতের সঙ্গে মতপার্থক্যের কারণে দূরত্ব বেড়েছে, আর বিএনপি নেপথ্যে থেকে অন্তত ২০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছে। এমনকি ভবিষ্যতে সরকার গঠন করলে এনসিপিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা নিয়েও আলোচনা চলছে।

দলীয় সূত্রের দাবি, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে তরুণদের নেতৃত্ব থেকেই এনসিপির জন্ম। তাই বিদ্যমান রাজনৈতিক স্টাবলিশমেন্টের বাইরে থেকে পরিবর্তনের রাজনীতি গড়ে তোলাই তাদের লক্ষ্য। দলের অভ্যন্তরে ধারণা, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে না গিয়ে জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবেই এনসিপিকে এগিয়ে যেতে হবে।