তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে : তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫৯ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচররা নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এমন পরিস্থিতিতে সবাইকে ধৈর্যশীল হতে হবে এবং যেকোনো উসকানির মুখে শান্ত থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব তরুণদেরই নিতে হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে বিএনপির পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনায় এসব কথা বলেন তারেক রহমান।

আরও পড়ুন: মায়ের টানে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

তিনি বলেন, তরুণ প্রজন্মের সদস্যদের এখনই দায়িত্ব গ্রহণ করতে হবে, যাতে গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে শক্ত ভিত্তির ওপর একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায়। দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করে উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তারেক রহমান আরও বলেন, আজকের এই মঞ্চে এবং মঞ্চের বাইরে যারা জাতীয় নেতৃত্বে রয়েছেন, সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। যেকোনো মূল্যে দেশকে অস্থিরতা থেকে রক্ষা করতে হবে এবং উসকানির মুখে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন: তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে সুবাতাস

মার্টিন লুথার কিং-এর বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান—ফর মাই পিপল, ফর মাই কান্ট্রি।” এই পরিকল্পনা দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন এবং জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য।

তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে শুধু একটি দলের নয়, গণতন্ত্রে বিশ্বাসী দেশের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই পাশে থাকলে ইনশাআল্লাহ এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনার মঞ্চে পৌঁছান তারেক রহমান। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।