বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এ পদত্যাগের পরই গুঞ্জন ওঠে, তিনি বিএনপিতে যোগ দিতে পারেন। তবে রোববার (২৮ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাসনিম জারা স্পষ্ট জানিয়েছেন, বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
তাসনিম জারা জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে তিনি নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন, তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থন প্রয়োজন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান মির্জা ফখরুল
তিনি বলেন, “একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস ও সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। তবে যেহেতু আমি কোনো দলের সাথে যুক্ত নই, তাই আমার একমাত্র ভরসা নির্বাচনী এলাকার মানুষ। আপনারা যদি আমাকে স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনার সেবা করার সুযোগ পাবো।”
তাসনিম জারা আরও জানান, নিজের জন্মস্থান খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার মানুষের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান





