প্রবাসীদের হজে যেতে হবে বাংলাদেশ থেকেই

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩৬ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পবিত্র হজ পালনের জন্য অবশ্যই বাংলাদেশ থেকেই সৌদি আরব যেতে হবে। অনাবাসী হিসেবে তারা যে দেশে বসবাস করছেন, সেখান থেকে সরাসরি হজে যাওয়ার সুযোগ থাকবে না।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা সম্প্রতি এক চিঠির মাধ্যমে সব হজ এজেন্সিকে এ নির্দেশনা জানায়। এতে বলা হয়, এ নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট এজেন্সিকেই তার দায়ভার নিতে হবে।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ, জেদ্দায় প্রাথমিক নিবন্ধনে কম সাড়া

চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিবছর বিদেশে থাকা বাংলাদেশিরা বাংলাদেশের হজ কোটায় ভিসা নিয়ে হজ পালন করেন। তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, কিছু এজেন্সি তাদের বিদেশ থেকে সরাসরি সৌদি আরবে পাঠাচ্ছে, যা হজ ব্যবস্থাপনায় সমস্যা সৃষ্টি করছে।

সৌদি আরবের নিয়ম অনুযায়ী, কোনো দেশের কোটায় নিবন্ধিত হজযাত্রী সে দেশ ছাড়া অন্য দেশ থেকে সৌদি আরবে গমন করতে পারবেন না। বিষয়টি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বাধ্যতামূলক নির্দেশনায়ও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরব যাওয়ার অন্তত ৪৮ ঘণ্টা আগে প্রতিটি হজযাত্রীর ফ্লাইট তথ্য প্রি-অ্যারাইভাল সিস্টেমে জমা দেওয়া বাধ্যতামূলক। সৌদি বিমানবন্দরে পৌঁছানোর পর হজযাত্রীদের সৌদি কোম্পানি গ্রহণ করে নির্ধারিত হোটেলে নিয়ে যায় এবং তাদের পাসপোর্ট সংগ্রহ করে হেফাজতে রাখে।

চিঠিতে আরও বলা হয়, বিদেশে বসবাসরত নিবন্ধিত হজযাত্রীরা সরাসরি সৌদি আরবে গেলে সৌদি নির্দেশনা অমান্য হয়, বিমানের সিট খালি থেকে যায়, কার্যক্রমে সমন্বয়হীনতা দেখা দেয় এবং সামগ্রিক হজ ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয়।

এ কারণে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত বাংলাদেশি হজযাত্রীদের অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দিয়েছে সরকার।