শ্বাসরুদ্ধকর ম্যাচে মেসির জাদু, টাইব্রেকারে মায়ামির জয়

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৩ | আপডেট: ৪:৫৪ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৩
লিওনেল মেসি, ছবি: সংগৃহীত
লিওনেল মেসি, ছবি: সংগৃহীত

প্রতিপক্ষ এফসি ডালাসের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর ম্যাচে মেসির পায়ের জাদুতে সমতায় ফেরা ইন্টার মায়ামি অবশেষে টাইব্রেকারে জয় তুলে নেয়।

লিওনেল মেসি ইন্টার মায়ামি অধ্যায়ের প্রথম অ্যাওয়ে ম্যাচে ৬ মিনিটেই গোল করেন। লিগ কাপের লড়াইটা পানসে বানিয়ে ফেলার ইঙ্গিত দেন। সেখান থেকে ৩-১ গোলের লিড তুলে নেয় প্রতিপক্ষ এফসি ডালাস। শেষ দশ মিনিটেও ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল তারা। 

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

কিন্তু শ্বাসরুদ্ধকর ম্যাচে মেসির জাদুতে কামব্যাক করে মায়ামি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ৪-৪ গোলে। পরে টাইব্রেকার ভাগ্যে ৫-৩ গোলে জিতে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মেসির ইন্টার মায়ামি।   

সোমবার টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে মেসির প্রথম গোলের পর প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় এফসি ডালাস। ম্যাচের ৩৭ মিনিটে ও ৪৫ মিনিটে গোল করে দলটি। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে গোল করে লিড ৩-১ করে ফেলে। 

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

পরেই ইন্টার মায়ামি গোল করে ম্যাচে ফেরে। ৬৫ মিনিটে মায়ামির বেঞ্জামিন ক্রেমাচি দলকে ৩-২ ব্যবধানে নামিয়ে আনেন। কিন্তু ওই গোলের স্বস্তি স্থায়ী হয়নি। ম্যাচের ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে মায়ামির রবার্ট টেইলর। ডালাস আবার ৪-২ ব্যবধানে এগিয়ে যায়। 

ইন্টার মায়ামি ম্যাচের ৮০ মিনিটে আত্মঘাতী থেকে পাওয়া গোলে ম্যাচে ফেরে। মার্কো ফারফান নিজেদের জালে বল ঢুকিয়ে দেন। ম্যাচ দাঁড়ায় ৪-৩ ব্যবধানে। এরপর মেসি শো। ম্যাচের ৮৫ মিনিটে ডান প্রান্তে ফ্রি কিক পায় তার দল। অনুমিতভাবে শট নেন মেসি। তার মাপা শট পোস্টের কোণা দিয়ে জালে চলে যায়। গোলরক্ষক লাফিয়ে পড়লেও কাজ হয়নি।