এশিয়া কাপ: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

এশিয়া কাপে কলম্বোতে আজ ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে পাক অধিনায়ক বাবর আজম ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।
এদিকে সুপার ফোরে আজকেই প্রথম ম্যাচ ভারতের। এমন ম্যাচে টস হেরেছে ভারত।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
বাংলাদেশ ম্যাচের একাদশ নিয়েই ভারতের বিপক্ষে নামছে পাকিস্তান। একাদশে আছেন চার পেসার অর্থাৎ শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফের সঙ্গে একাদশে নেওয়া হয়েছে পেস অলরাউন্ডার ফাহিম আশরাফকে। অফ ফর্মে থাকলেও একাদশে টিকে গেছেন ওপেনার ফখর জামান। অন্যদিকে ভারতের একাদশে আছেন জাসপ্রিত বুমরাহ ও লোকেশ রাহুল। শ্রেয়াস আইয়ার খেলছেন না। তার জায়গায় লোকেশ রাহুল।
পাকিস্তান একাদশ
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈষাণ কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।