সিরিজ বাঁচাতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৪ | আপডেট: ৭:০৬ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই পরাজয় বরণ করেছে বাংলাদেশ। বাংলাদেশকে ৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেছে সফরকারীরা। আজ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে শ্রীলঙ্কা।

প্রথম ম্যাচে ২০৭ রান তাড়া করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ও অভিষিক্ত জাকের আলী অনিকের ফিফটিতে নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান কিন্তু তীরে এসে তরি ডুবে নাজমুল হাসান শান্তর দলের। তবে এই ম্যাচ হারলেও ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন জাকের আলী। মরা ম্যাচে প্রাণ ফিরিয়ে দিয়ে শেষ পর্যন্ত দল হারলেও নায়ক হন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের। ম্যাচজুড়ে দাপটের সাথে ব্যাট করায় হারলেও প্রশংসার জোয়ারে ভেসেছেন দুই টাইগার ব্যাটার।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

প্রথম ম্যাচ হারের পর আজ বুধবার সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। আর এই ম্যাচে মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায়। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার পর্ব এই সিরিজ। ম্যাচ জিততে আজ অবশ্য সব বিভাগকেই করে দেখাতে হবে দারুণ কিছু। 

আজ পরিপূর্ণ বিশ্রামে চাঙ্গা হয়েই মাঠে নামবে দল এমনটাই আশা টিম ম্যানেজমেন্টের। দলীয় একটি সূত্রে জানিয়েছে, ‘ক্রিকেটাররা দারুণ লড়াই করেছে প্রথম ম্যাচে। দুর্ভাগ্য যে শেষ মুহূর্তে জয় হাত ফসকে গেছে। তাই মানসিক ও  শারীরিকভাবে যেন ক্রিকেটাররা চাঙ্গা হয়ে মাঠে নামতে পারে তাই তাদের বিশ্রাম দেয়া হয়েছে। তবে হোটেলে তারা জিম করেছে, কেউ সুইমিং করে সময় কাটিয়েছে।’ 

আরও পড়ুন: দোহায় বসুন্ধরা কিংসের হয়ে সম্ভাব্য অভিষেক কিউবা মিচেলের

সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ফের মাঠে নামবে দু’দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই নাজমুল হাসান শান্তর দলের সামনে।