এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

রুদ্ধশ্বাস লড়াইয়ে অবশেষে এশিয়া কাপের মঞ্চে সোনার পদক গলায় তুলতে পারলেন আবদুর রহমান আলিফ। বাংলাদেশের এই আর্চারের সুবাদে সিঙ্গাপুরে উড়ল লাল সবুজের পতাকা। বিদেশের মাটিতে বাজল,‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’
শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি এই আর্চার।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
লড়াইটা ছিল রুদ্ধশ্বাস। তবে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন আলিফ। প্রথম দুই সেট জিতে এগিয়ে যান ২৮-২৭ ও ২৯-২৮ পয়েন্টে। তবে হার মানেননি গাকুতো। পরের দুই সেট ২৮-২৭ ও ২৭-২৬ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান জাপানের এই আর্চার।
সব কিছু নির্ভর করছিল পঞ্চম ও শেষ সেটের উপর। এখানে নিজের সেরা ছন্দে ফিরে আসেন আলিফ। দারুণ নৈপুণ্যে ২৯-২৬ পয়েন্টে সেটটি জিতে নিশ্চিত করেন কাঙ্ক্ষিত স্বর্ণপদক।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
বিকেএসপি থেকে উঠে আসা আর্চার আলিফ এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনালে হেরেছিলেন চীনা তাইপের আর্চারের কাছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগে অনেকবারই খেলেছেন আলিফ। বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কখনও কোনও পদক জিততে পারেননি একক ইভেন্টে। এবার অবশ্য রুপার পদকটা নিশ্চিত করেছিলেন ফাইনালে উঠেই। অপেক্ষায় ছিলেন রং বদলে সেটা সোনায় পরিণত করা। এবং সত্যি সেটা পেরেছেন আলিফ। এবার আর স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়নি আলিফকে।
এক সময় বাংলাদেশের আর্চারির পুরুষ বিভাগের রিকার্ভ এককে রাজত্ব ছিল রোমান সানার। এরপর রোমানের পারফরম্যান্সের অবনতি ঘটলে আশা জাগিয়েছিলেন হাকিম আহমেদ রুবেল। কিন্তু আর্চারি ছেড়ে উন্নত জীবনের আশায় দুজনই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। এরপর এই ইভেন্টের হাল ধরেছেন বিকেএসপির দুই যুবক সাগর ইসলাম ও আলিফ। প্যারিস অলিম্পিকে নিজের যোগ্যতায় সুযোগ পাওয়া সাগর অবশ্য সিঙ্গাপুরে নামের পাশে সুবিচার করতে পারেননি। তিনি হেরে যান প্রথম রাউন্ডেই। তবে সাগর ব্যর্থ হলেও মান বাঁচিয়েছেন পাবনার বেড়া থেকে উঠে আসা আর্চার আলিফ।