মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস
বিপিএল শুরুর আগের দিন মালিকানা ছেড়ে দিয়েছেন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকার। এ নিয়ে বিসিবিতে একটি চিঠি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক আবদুল কাইয়ুম। এখন ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিতে পারে বিসিবি।
এ বিষয়ে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান বলেন, ‘আমরা একটা চিঠি পেয়েছি। এখন খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছি। কীভাবে কী হবে, তা দেখছি। নিয়ম অনুযায়ী বিসিবিরই দায়িত্ব নেওয়ার কথা।’
আরও পড়ুন: শচীনের যে রেকর্ড ভাঙলেন কোহলি
টুর্নামেন্টের শুরুতে বিতর্ক ছড়ানো এই চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে আগে থেকেই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত ওই শঙ্কাই সত্যি হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই বদলে গেছে মালিকানা। এ নিয়ে বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখাত রহমান মিঠু জানান, ‘তারা টাকা দিতে পারছে না। আমরা ওদের লোকজনকে টাকা দিতে চাপ প্রয়োগ করেছি। এসব কারণেই ওরা থাকছে না।’
তিনি আরও জানান, ‘গত কয়েকদিনে ওদেরকে নিয়ে অনেক নেগেটিভ মার্কেটিং হয়েছে। কেউ ওদের হয়ে খেলতে চাচ্ছে না। সব মিলিয়ে ওরা আর থাকতে চাচ্ছে না। বিসিবি দলের দায়িত্ব নিবে।’
আরও পড়ুন: নারী ফুটবলের সাফল্য পুঁজি করে বাণিজ্যের অভিযোগ
বিপিএল শুরুর আগে এমন ফ্রাঞ্চাইজি ছেড়ে দেওয়ার ঘটনায় খানিকটা বিপাকে পড়েছে বিসিবি। যদিও তারা আগেই জানিয়ে দিয়েছিল, কোন দল ঠিকঠাক নিয়ম মেনে চলতে না পারলে দলের দায়িত্ব নিবে বিসিবি। শেষ পর্যন্ত সেটাই হলো।





