বিদেশ থেকে এসে পৌঁছায়নি ট্রফি, বিতর্কের মধ্যেই ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএল

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৩ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নানা বিতর্ক, সমালোচনা ও অব্যবস্থাপনার অভিযোগের মধ্য দিয়েই পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বাদশ আসরের। শুক্রবার (২৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি, তবে ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হয়েছেন ক্রিকেটপ্রেমীরা—উদ্বোধনী দিনে মাঠে দেখা যায়নি বিপিএলের ট্রফি।

টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন বয়কট করেন কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে অবশ্য অভিমান ভেঙে তারা পুনরায় দলে যোগ দেন।

আরও পড়ুন: ক্ষোভে অনুশীলন ছেড়ে সিলেট ছাড়ছেন সুজন–তালহা

এদিকে, বিপিএলের শুরুর দিন জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে সেটি বাতিল করা হয়। পরে বিসিবি জানায়, প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সীমিত পরিসরে উদ্বোধনী আয়োজন করা হবে।

শুক্রবার বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হয়। পরে শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সবাই। পরবর্তীতে হাজার হাজার বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আরও পড়ুন: মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস

তবে সব আয়োজনের মধ্যেও আলোচনার কেন্দ্রে ছিল বিপিএলের ট্রফি—যা উদ্বোধনী দিনে মাঠে অনুপস্থিত ছিল। বিশ্বের অন্যান্য টুর্নামেন্টে উদ্বোধনের সময় ট্রফি প্রদর্শন ও ক্যাপ্টেনস ডে অনুষ্ঠিত হলেও বিপিএলে তার ব্যতিক্রম দেখা যায়। জানা গেছে, ট্রফিটি বিদেশ থেকে আনার কথা থাকলেও এখনো দেশে না পৌঁছানোয় তা প্রদর্শন করা সম্ভব হয়নি। এই কারণেই গতকাল ক্যাপ্টেনস ডেও অনুষ্ঠিত হয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় অংশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিনের প্রথম ম্যাচ শেষে। সেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুক্তাদিরের কোরিওগ্রাফিতে গানের আয়োজন থাকবে। প্রায় ৪৫ মিনিটের এই অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

এবারের বিপিএলে কমেন্ট্রি বক্সে থাকছেন দেশি ও বিদেশি জনপ্রিয় ধারাভাষ্যকাররা। ধারাভাষ্য প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান এবং রমিজ রাজা।