ঢাকাসহ দেশের ১২ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

শুক্রবার (১ আগস্ট) সকাল থেকেই দেশের আকাশে ভারি মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (১ আগস্ট) দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে, যা জনজীবনে সাময়িক দুর্ভোগ সৃষ্টি করতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য যে পূর্বাভাস দিয়েছে, তাতে ঝড়-বৃষ্টির এই সতর্কতা উল্লেখ করা হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের পশ্চিম, মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা বাড়ছে, থাকতে পারে হালকা বৃষ্টি
আবহাওয়ার এই বিরূপ অবস্থার সম্ভাব্য প্রভাব পড়তে পারে নিচের ১২টি জেলায়: পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম।
এই সব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর মানে হলো, এসব অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে, এবং এ সময় নদীপথে চলাচলরত নৌযানগুলোকে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে ছোট নৌযান ও ট্রলারগুলোকে খুব বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: মৌসুমী বায়ু সক্রিয়, ৮ বিভাগেই বৃষ্টির আভাস
আবহাওয়াবিদরা বলছেন, এই ধরণের ঝড়-বৃষ্টিপাত বর্ষাকালে একটি স্বাভাবিক আবহাওয়া চক্রের অংশ হলেও হঠাৎ করে ঝড়ো হাওয়া সৃষ্টি হলে তা নদী ও সড়কপথের যাত্রীদের জন্য বিপজ্জনক হতে পারে। এ কারণে সকলকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনে যেকোনো সময় এই বৃষ্টি এবং ঝড়ো হাওয়া তীব্র আকারে দেখা দিতে পারে। ফলে খোলা জায়গায় কাজ করা শ্রমজীবী মানুষ, কৃষক এবং পথচারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরণের হঠাৎ ঝড়বৃষ্টি কেবলমাত্র জনজীবন নয়, বিদ্যুৎ সংযোগ, গাছপালা, বিলবোর্ড, এবং দুর্বল কাঠামোর ঘরবাড়ির ওপরও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই যারা এই জেলাগুলোর মধ্যে আছেন, তাদের উচিত আজকের দুপুর পর্যন্ত বাইরে বের হলে সতর্ক থাকা এবং ঘন মেঘ, বজ্রপাত বা হঠাৎ দমকা হাওয়ার আভাস পেলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া।
এর পাশাপাশি শিশুরা যেন খোলা মাঠ বা জলাশয়ের আশেপাশে না থাকে, সে বিষয়েও পরিবারের অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ-চালিত যন্ত্রপাতি ব্যবহারেও সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়ার এই সতর্কবার্তার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে যেন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়।
পরিশেষে বলা যায়, যেহেতু এটি একটি স্বল্পমেয়াদি ঝড়বৃষ্টির পূর্বাভাস, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সবারই উচিত দায়িত্বশীল আচরণ করা এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া। আবহাওয়া অফিসের নিয়মিত আপডেট ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করাই হবে সবচেয়ে নিরাপদ ব্যবস্থা।