ঢাকায় তীব্র বজ্রপাতসহ টানা ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার আশঙ্কা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৫২ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা শহরে তীব্র বজ্রপাতের সঙ্গে টানা দুই থেকে চার ঘণ্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

রোববার (৫ অক্টোবর) দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঢাকা শহরসহ এর আশপাশের সকল জেলার ওপর দিয়ে দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় মূল বৃষ্টিপাত পৌঁছাবে বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ধেয়ে আসছে, বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

মোস্তফা কামাল পলাশ আরও লিখেছেন, ঢাকায় টানা দুই থেকে চার ঘণ্টা ভারী বৃষ্টি হতে পারে, যা শহরে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, রংপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ফরিদপুর এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

সুতরাং এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।