নান্দাইলে বিষাক্ত প্লাষ্টিক বোতল কাটার কারণে এলাকাবাসীসহ ফসলাদি মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে

ময়মনসিংহের নান্দাইলের ১১ নং খারুয়া ইউনিয়নের আবদুল্লাপুর চাঁনপুর গ্রামে গড়ে উঠা প্লাষ্টিকের দ্রব্যাদি কাটিং করার ফলে এলাকায় মারাত্মœক ক্ষতির প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে বিষাক্ত রাসায়ানিক পদার্থ জাতীয় প্লাষ্টিক বোতল কাটার কারণে এলাকাবাসীকে মারাতœক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
সিজনাল ধান পাট ফসলাদিসহ ফলজ ও বনজ গাছপালার ব্যাপক ক্ষতি হচ্ছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এ রকম একটা প্লাষ্টিকজাত দ্রব্যাদি কাটিং করার কারখানা স্থাপন করা হলেও কারখানার মালিক মো: রফিকুল ইসলাম সরকার প্রভাবশালী হওয়ায় ভয়ে কেহ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা
অভিযোগের প্রেক্ষিতে কারখানা এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় আবাসিক এলাকার চারপাশে সিজনাল শাকসবজি বাগানসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ বির্বণ রূপ ধারন করেছে। কারখানার পাশের একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান ,নান্দাইল ,ঈশ্বরগঞ্জ ,ত্রিশাল এবং গফরগাঁও এলাকা থেকে প্রতিদিন বিপুল পরিমান প্লাষ্টিক জাতীয় পুরাতন দ্রব্যাদি আসে এই কারখানায়।
বিষাক্ত বর্জের দুর্গদ্ধে এলাকায় বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। এলাকাবাসী উক্ত অবৈধ কারখানা বন্ধ করা সহ অবিলম্বে উক্ত কারখানার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের জরুরী ভাবে হস্তক্ষেপ কামনা করছেন।
আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ