দুর্ঘটনায় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

Shakil
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ন, ২০ মে ২০২৩ | আপডেট: ৭:৫০ পূর্বাহ্ন, ২০ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

শনিবার (২০ মে) ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদকে বহিষ্কার

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, রাতে ঝড়ে লাউয়াছড়া উদ্যানের একটি বড় গাছ ভেঙে রেল লাইনের উপরে পড়ে। ভোর ৫টার দিকে সিলেট যাওয়ার পথে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২ টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। এ ঘটনায় আপাতত সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে।

আরও পড়ুন: বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান, প্রত্যাহার করলেন মনোনয়ন