ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির ভোটগ্রহণ চলছে

MIZANUR RAHMAN
এসএম মিজানুর রহমান মজনু, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৩ | আপডেট: ১১:২৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবি : বাংলাবাজার পত্রিকা
ছবি : বাংলাবাজার পত্রিকা

ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে।এ নির্বাচনে চারটি পদে ১১ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী।

সোমবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে ময়মনসিংহের ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে। ওই বাজার ব্যবসায়ী সমিতির মোট ভোটার সংখ্যা ১৫৭৬ জন।

আরও পড়ুন: কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ। এ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- সভাপতি পদে আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শহর ঢালী, ছাতা প্রতীকের প্রার্থী মো. ফজলুল আমিন লিটন, সহ-সভাপতি পদে কলসি প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান ফকির, আম প্রতীকের প্রার্থী মো. আলমাছ আলী শেখ ও মোমবাতি প্রতীকের প্রার্থী এবিএম কামাল উদ্দিন।


আরও পড়ুন: ছুরিকাঘাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক ১

সাধারণ সম্পাদক পদে রুই মাছ প্রতীকের প্রার্থী মো. কামাল হোসেন, দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. মোফাজ্জল হোসেন ঢালী, মই প্রতীকের প্রার্থী মো. দেলোয়ার হোসেন খান ও মোরগ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান শাহজাহান। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইকেল প্রতীকের প্রার্থী মো. আলী হোসেন ও গরুর গাড়ি প্রতীকের প্রার্থী এস এম ফিরোজ আহমেদ।

এ দিকে, একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি হলেন- কোষাধ্যক্ষ ভালুকা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মানিক মিয়া।