জামালপুরে কলেজছাত্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামালপুরে লিটন হত্যা মামলার রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এ রায় দেন।

আরও পড়ুন: শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত, লোকসানের মুখে ব্যবসায়ীরা

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মিজান, মো. সোহেল, মো. সুমন, মো. লাভলু, হেলাল উদ্দিন, মো. মিজান ও মো. মজিবুর রহমান। এদের মধ্যে মো. মজিবর রহমান পলাতক রয়েছে। তাদের সবার বাড়ি সদর উপজেলার রামদেবাবাড়ি গ্রামে।

আরও পড়ুন: জিম্মি করে মুক্তিপন আদয়ের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৫

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জানুয়ারি সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় কলেজছাত্র লিটনকে জবাই হত্যার পর দেহ আগুনে পুড়ে ফেলার চেষ্টা হয়। লিটন তুলশীপুর ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র ছিলেন। সে একটি স্থানীয় সমিতির সদস্য ছিলেন। সেখানে টাকা লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় লিটনের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র ও অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম।