খুলনায় প্রেমিক যুগলের আত্মহত্যা

Abid Rayhan Jaki
এস এম কামাল, খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৪ | আপডেট: ৪:১৩ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্যত্র বিয়ে ঠিক করায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকা যুগল। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের হোগলারচক ও বাইনবাড়িয়া এলাকায়। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ার কথা ছিল। 

প্রেমিকা প্রিয়াংকা মন্ডল (২১) বাইনবাড়িয়ার পরিতোষ মন্ডলের মেয়ে। অন্যদিকে প্রেমিক ব্রজ মন্ডল (২২) কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মন্ডলের ছেলে। সে পাইকগাছার হোগলারচক গ্রামে মামা জিতেন্দ্র নাথ মন্ডলের বাড়িতে থেকে পড়ালেখা করত। তারা উভয়ই গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রিয়াংকার বাবা পরিতোষ মেয়ের প্রেমের বিষয়টি বুঝতে পারে। এ কারণে কয়রার মহেশ্বরীপুর এলাকায় অন্যত্র বিয়ে ঠিক করেন। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) পরীক্ষা শেষে সেই বিয়ে হওয়ার কথা ছিল। 

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

প্রিয়াংকার অন্যত্র বিয়েতে মত না থাকায় পরিবারের পক্ষ থেকে তাকে নানাভাবে চাপ সৃষ্টি করা হয়। বিষয়টি প্রেমিক ব্রজকে খুলে বলে। সর্বশেষ তারা কোন উপায়ন্তু না পেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে  বুধবার সন্ধ্যায় প্রিয়াংকা নিজ বাড়ির ঘরের আড়ার সাথে এবং  রাত ৮টার দিক  ব্রজ তার মামার বাড়ির পার্শ্ববর্তী শিরিস গাছে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে পাইকগাছা থানায় পৃথক অপমৃত্য মামলা হয়েছে।