ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

বুধবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। যাত্রাবাড়ী সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মেঘনাঘাট তারাব বিশ্বরোড পর্যন্ত প্রায় ৩৫-৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন সারিবদ্ধ হয়ে থাকতে দেখা গেছে।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মো. আবু নাঈম সিদ্দিকী জানিয়েছেন, মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়া এবং অসংখ্য যানবাহনের উল্টোপথে চলাচলের কারণে যানজটের এমন চরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সকাল থেকেই যানজট নিরসনের চেষ্টা চলছে। এই যানজট কুমিল্লার অংশেও ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: কুলাউড়ায় ২০ আগস্টের পর নিয়ম ভাঙলেই ব্যবস্থা: ইউএনও
নোয়াখালীর সোনাপুরগামী একুশে পরিবহনের যাত্রী আবুল কালাম বলেন, সাইনবোর্ড থেকে কাচপুর আসতে ২ ঘণ্টা সময় লেগেছে, অথচ রাস্তা মাত্র ৫ মিনিটের৷
ফেনীগামী বাসের যাত্রী রাহিমা ও আব্দুস সালাম জানান, সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ আসতে সময় লেগেছে আড়াই ঘন্টা৷ এভাবে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷
আরও পড়ুন: কাপাসিয়ায় আউস ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন
কাচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, মহাসড়কে উল্টোপথে অসংখ্য গাড়ি ঢোকায় এ যানজট সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে যানজট নিরসনে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে, শিমরাইল ক্যাম্পর আওতাধীন হাইওয়ে পুলিশের সব সদস্য এখনও কাজে যোগ দেননি। একজন টিআইর পক্ষে মহাসড়কের এই যানজট নিরসন করা সম্ভব নয় বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা৷
তারা বলছেন, হাইওয়ে পুলিশ শিমরাই ক্যাম্পের পুলিশ সদস্যরা অন্যত্র বদলি হয়েছেন৷ তবে নতুন ২০ জন সদস্য পোস্টিং হলেও তারা এখনও যোগ দেননি। ফলে মহাসড়কে প্রায় প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে৷