কাপাসিয়ায় আউস ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন

গাজীপুরের কাপাসিয়ায় আউস ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে টোক ইউনিয়নের বীরউজলী ব্লকে এর কৃষক আতিকুল ইসলাম, কামরুজ্জামান সবুরের ব্রি-ধান-৯৮ জাতের জমিতে এ শস্য কর্তন করা হয়। উপজেলায় এ মৌসুমে আউস ধান আবাদ হয়েছে ৩৭০ হেক্টর জমিতে।
উপজেলার টোক ইউনিয়নের ব্রি-ধান-৯৮ খরিফ-১ মৌসুমের নমুনা শস্য কর্তন, মাল্টা ও ড্রাগন বাগান পরিদর্শন, উঠান বৈঠক ও সার ও কীটনাশক দোকান পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অলি ভৌমিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আয়নাল হক, মোঃ আবুল কালাম, মাঠসংযুক্তির ছাত্রছাত্রী ও কৃষক/কৃষাণীরা।
আরও পড়ুন: গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতি গোছায় ধানের কুঁশির সংখ্যা (গড়) ১৭টি, প্রতি শীষে ধানের সংখ্যা (গড়) ১০৯টি, ২০ বর্গমিটার জমিতে ধানের ওজন ১১.৬ কেজি (কাঁচা), হেক্টর প্রতি ফলন (কাঁচা) ৫.৮ মেট্রিক টন।