মাধবপুর থেকে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি

Any Akter
নুরুজ্জামান ভূইয়া, হবিগঞ্জ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ১০:৫৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুরের সাহেব বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ভার্ড ভ্যান থেকে থেকে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ইমদাদুল বারী খান এক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায়। 

এ সময় অবৈধভাবে চোরাচালান ভারতীয় পণ্য ভর্তি একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরে কাভার্ড ভ্যানটিতে ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় এবং বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী পাওয়া যায়। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। আটককৃত মালামাল হবিগঞ্জ জেলা কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। চোরাচালান বিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে। 

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত