রংপুরের আওয়ামী লীগ নেত্রী লিপি খান কারাগারে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৫ | আপডেট: ১১:৪৩ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টায় রংপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমান এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুদীপ্ত শাহীন কঠোর পুলিশ নিরাপত্তায় তাকে আদালতে উপস্থিত করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, অর্থ যোগানদাতা ও সংঘটিত করার অভিযোগের তদন্তের জন্য তার জামিন না মঞ্জুরের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

এর আগে রোববার (১৬ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর গুলশান-২ এর ১১৭ নম্বর রোডের ৯/বি ফ্লাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৫ মার্চ) দুপুর থেকে তাকে সেখানে নজরবন্দি করে রাখা হয়েছিল। পরে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে দরজা ভেঙে গ্রেপ্তার করা হয়।

লিপি খান ভরসা গেল বছর ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত রংপুর মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের করা হত্যা চেষ্টা মামলার ১৭৯ নম্বর এজাহারভুক্ত আসাইম। ৫ আগস্টের পর থেকে তিনি ঢাকায় অভিজাত ওই এলাকায় ফ্লাট ভাড়া নিয়ে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে মামলা থেকে নাম কেটে নেয়ার জন্য টাকা লেনদেনের প্রস্তাবনা, ভরসা পরিবারের জমি জমা জালিয়াতি ও দখলের বিভিন্ন মামলা এবং ওয়ারেন্ট রয়েছে।

আরও পড়ুন: ঢাকা ১৯ আসনে দুই ইউনিয়ন বহাল রাখার দাবিতে এলাকাবাসী মানববন্ধন