শ্যামনগর পুলিশের অভিযানে চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ও ৯টি মোটরসাইকেল উদ্ধার

Sanchoy Biswas
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৫ | আপডেট: ২:২৯ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
৯টি মোটরসাইকেল উদ্ধার। ছবিঃ সংগৃহীত
৯টি মোটরসাইকেল উদ্ধার। ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিররুল ইসলাম এর দিক-নির্দেশনায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৫জনকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। এছাড়াও ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে বিশেষ অভিযান পরিচালনা পুলিশ। 

আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃতরা হলেন, ১। সালাউদ্দিন গাজি(৩৮), পিতা-মৃত হাসান গাজি, সাং-কাঁকশিয়ালী, থানা-কালিগঞ্জ, ২। মো: আবু বক্কর সিদ্দিক গাজি(৫৫), পিতা-আরশাদ আলী গাজি, সাং-চিংড়িখালী, (৩নং ওয়ার্ড) ৩। মোস্তাফিজুর রহমান নান্নু(৩৫), পিতা-ইউনুস আলী গাজি, সাং-গাবুরা ২নংওয়ার্ড, ৪। মো. আতিকুর রহমান সাজু(৩৮), পিতা- মো: আ: গফুর গাজি, সাং- গাবুরা ২নং ওয়াড, ৫। মো: শাহাজাহান গাজি(৩৫), পিতা—মো.: ছাকাত গাজি, সাং-৯নং সোরা, সর্ব থানা-শ্যামনগর , জেলা-সাতক্ষীরা।

এসময় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামস্থ ০২ নং ওযার্ডের মোস্তাফিজুর রহমান নান্নুর বসতবাড়ি থেকে এবং পরবর্তীতে  অন্যান্য আসামিদের বাড়ি থেকে সর্বমোট  ০৯ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ

উল্লিখিত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য পাওয়া যায়। আসামি সালাউদ্দিন গাজি শ্যামনগর থানা এলাকা থেকে সু-কৌশলে মোটরসাইকেল চুরি করে অপর সহযোগীদের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রয় করে। গ্রেপ্তারকৃতরা চোর দলের সক্রিয় সদস্য। 

আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলাসহ বিভিন্ন জেলায়  আসামি ১। সালাউদ্দিন গাজীর বিরুদ্ধে ১৫ টি মামলা, মো. আবু বক্কর সিদ্দিক গাজীর বিরুদ্ধে ২৭ টি মামলা, মোস্তাফিজুর রহমান নান্নুর বিরুদ্ধে ০৩ টি মামলা, মো. আতিকুর রহমান সাজুর বিরুদ্ধে ০৩ টি মামলা এবং  মো. শাহাজাহান গাজীর বিরুদ্ধে ০৩ টি মামলার অভিযোগ রয়েছে বলে জানা যায়।