মাদারীপুরে আগুনে পুড়লো ১৯টি দোকান

মাদারীপুরে আগুনে পুড়ে গেছে ১৯টি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শুক্রবার ভোররাতে শহরের বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পু্ড়ে ছাই হয়ে যায় কাপড়, গার্মেন্টস, কসমেটিকস-এর অন্তত ১৯টি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
আরও পড়ুন: ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে: প্রেস সচিব
বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে পানি সরবরাহ করতে দেরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুকুর-ডোবা ভরাট হওয়াই এর অন্যতম কারণ। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনে পুড়ে যাওয়া মুন্সি ভ্যারাইটিজ কর্নার স্টোরের মালিক সুমন মুন্সি বাংলাবাজার পত্রিকাকে বলেন, রাত সাড়ে তিনটার সময় আমার কাছে ফোন আসে মার্কেটে আগুন লেগেছে। আমরা দ্রুত বাসা থেকে বের হয়ে মার্কেটে পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখতে পাই। সে সময় আর আমাদের কিছু করার ছিল না। শুধু চেয়ে চেয়ে দেখেছি আমাদের চোখের সামনে দোকানের ২৫ থেকে ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পড়ে ফায়ার সার্ভিস এর লোক এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের আর বাঁচার মতো কিছুই রইল না। সরকারের থেকে সহযোগিতা ছাড়া আমাদের আর কিছুই করার নাই।
আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ১৯ টি দোকান পু্ড়ে গেছে। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে পরে জানানো সম্ভব হবে। তবে বৈদ্যুতিক শর্ট- সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।