সিংগাইরে রাস্তা সংস্কার ও বালুবাহী যানবাহন বন্ধে মানববন্ধন

সিংগাইর (মানিকগঞ্জ) মানিকগঞ্জের সিংগাইরে রাস্তা সংস্কার ও অবৈধ ড্রাম ট্রাক ও মাহিন্দ্র গাড়ি চলাচল বন্ধে মানববন্ধন করেছে এলাকাবাসি। সোমবার (৫ মে) সকাল ১১ টায় উপজেলার মোসলেমাবদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি—পেশার প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেয়।
স্থানীয় আব্দুল কাদেরের সভাপতিত্বে ও মোস্তফা কামাল ফখরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান আয়োজক ইসমত আরা, প্রাণী চিকিৎসক সোলাইমান দেওয়ান বিকাশ, মো. বাচ্চু মিয়া, রমিজ উদ্দিন, রুবেল হোসেন, আলী হোসেন মন্ডল, আব্দুল হামিদ, মৌসুমি আক্তার, মিজানুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার বিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর
এ সময় বক্তারা বলেন, ঢাকার নবাবগঞ্জ দোহারের সাথে সিংগাইরের সংযোগ সড়কটি শোল্লা ব্রিজ থেকে পূর্ব বান্দাইল, রুপারচর বাজার, মোসলেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে সাহরাইল মোল্লা বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার সড়কটি দীর্ঘ ৭ বছর যাবত সংস্কার না হওয়ায় খানাখন্দে পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে শত শত পথচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ ক্ষুদে শিক্ষার্থীদের। বিশেষ করে বালু ও মাটিবাহী ড্রাম ট্রাক, মাহিন্দ্র ট্রলির বেপরোয়া চলাচলে ধুলা বালিতে দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে তারা অভিযোগ করেন। অবৈধ এসব যানবাহন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।
এর আগে সিংগাইর ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে একই দাবিতে গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী ।
আরও পড়ুন: নাসিরনগরে বিএনপির উদ্যোগে দলের জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন