চুনারুঘাটে পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু
চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামে বাড়ির পাশে খালের নিকট পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার (৭) ও তার আপন ছোট ভাই নবিউর রহমান (৪) ।
তারা উভয়ই বরাবদা গ্রামের আরজু মিয়ার সন্তান।
আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
শনিবার (৩১ মে) দুপুরে কোন এক সময় বাড়ির পাশে থাকা খালের নিকট পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। দু্ই শিশু সন্তানের মৃত্যুতে পাগল প্রায় বাবা-মা। তাদের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকার লোকজন আরজু মিয়ার বাড়িতে জোড়ো হতে থাকেন।
বরাব্দা গ্রামের সজল খাঁন জানান, একই সাথে ভাই বোনের মৃত্যুর ঘটনা শুনে দৌড়ে যাই, এখন কিভাবে মেনে নিবে তার বাবা-মা। আল্লাহ ছাড়া তাদেরকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই।
আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ





