চাটমোহরে পাঁচ মাসের কন্যা শিশুকে নদীতে ফেলে হত্যা

Sadek Ali
গোলাম ফারুক, পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৫ | আপডেট: ৮:১৯ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাবনার চাটমোহরে পাঁচ মাস বয়সী এক কন্যা শিশুকে নদীতে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। 

শনিবার (৩১ মে) সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বার দক্ষিণ শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার সোহাগী মন্ডল কমল মন্ডলের মেয়ে ছিল। বাড়ি থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরবর্তী বড়াল নদী থেকে সোহাগী মন্ডলের মৃতদেহ উদ্ধার করে স্বজনরা।

আরও পড়ুন: বাবা লেচু মিয়ার জনপ্রিয়তা ধরে এগিয়ে যাচ্ছেন সৈয়দা আদিবা হোসেন

শিশুটির মা শ্রাবন্তী মন্ডল জানান, সকালে শিশুটিকে ঘরের বারান্দায় শুইয়ে রেখে জায়ের বাড়িতে খড় আনতে যান তিনি। আনুমানিক আধঘন্টা পর বাড়িতে ফিরে দেখেন বাচ্চাটি নেই। খোঁজা খুজি করে কোথাও বাচ্চাটিকে পাওয়া যায় না। জনৈক মহিলা তাকে জানান, একটা লোক জলের মধ্যে বাচ্চাকে ফেলে দিয়েছে। প্রায় এক ঘন্টা পর স্বজনরা বড়াল নদীর পানি থেকে শিশুটির মর দেহ তুলে আনে।

স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ময়না তদন্তের জন্য মৃতদেহটি পাবনা মর্গে প্রেরণ করা হয়।  

আরও পড়ুন: বৃষ্টির অজুহাতে সেতু নির্মাণ কাজ বন্ধ, লাপাত্তা ঠিকাদার

গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মওলা জানান, বিষয়টি শোনার পর তিনি কমল মন্ডলের বাড়িতে যান। হত্যাকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।