হাতিরঝিল থানা যুবদলের উদ্যোগ
মগবাজারে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও গরিব অসহায় মানুষদের জন্য খাবার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে হাতিরঝিল থানার আওতাধীন মগবাজার শাহানুরী বালক বিদ্যালয়ে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুমসহ হাতিরঝিল থানা ও ওয়ার্ড বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন জাফর ইমাম তরফদার (মন্টু)।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
আয়োজনে ছিলেন হাতিরঝিল থানা যুবদলের নেতা সাহিদ হোসেন ও ৩৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান হাতিরঝিল থানা যুবদলের নেতা শৈবাল হোসেন প্রিন্স। আরো উপস্থিত ছিলেন ৩৫ ও ৩৬ ও ২২ নং ওয়ার্ড যুবদলের সকল নেতা কর্মী।