যুদ্ধবিরতি আলোচনার মাঝে গাজায় ইসরায়েলি হামলায়, নিহত ১০

মিসরে গাজা যুদ্ধ শেষের জন্য হামাস ও ইসরায়েলের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনা চলাকালীন ইসরায়েলের বিমান হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-জাজিরার সূত্র অনুযায়ী নিহতদের মধ্যে তিনজন ছিলেন যারা মানবিক সহায়তা নিতে যাচ্ছিলেন।
এই হামলা সোমবার ঘটে এবং এতে গাজায় শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ১০৪-এ পৌঁছেছে। মধ্যস্থতা আলোচনার মধ্যে এই হামলা যুদ্ধবিরতি চেষ্টাকে কঠিন করে তুলেছে।
আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
মিসর এবং কাতারের মধ্যস্থকারীরা উভয় পক্ষের সঙ্গে বন্দী বিনিময় প্রক্রিয়া স্থাপনের চেষ্টা করছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, সোমবার রাতেই প্রথম আলোচনা সেশন শেষ হয়েছে এবং মঙ্গলবার আরও আলোচনা হবে।
গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই পরিকল্পনা পেশের পরপরই সেটিকে সমর্থন জানায় ইসরায়েল। পরে ৩ অক্টোবর সেই প্রস্তাবে সম্মতি জানায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও।
আরও পড়ুন: গাজায় প্রথম দফায় মুক্তি পেলেন যারা
ওই দিন ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন যাতে আলোচনাগুলো ফলপ্রসূ হতে পারে, কিন্তু হামলা চলছেই।
এই আলোচনাগুলো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলের ওপর হামলার এবং এর পর গাজা যুদ্ধের দুই বছর পূর্ণ হওয়ার ঠিক আগে অনুষ্ঠিত হচ্ছে। এর ফলে গাজায় যে দীর্ঘ সংঘাত চলেছে এবং হাজার হাজার মানুষ নিহত হয়েছে, তা সমাধানের আশা জাগিয়েছে।
যদিও কয়েকটি চেষ্টা ব্যর্থ হয়েছে, দুটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ভেঙে গেছে, তবুও গাজায় বোমাবর্ষণ চলছেই। এই সংঘাতে অন্তত ৬৭,১৬০ জন নিহত, ১,৬৯,৬৭৯ জন আহত এবং দুই মিলিয়ন মানুষ অভুক্তির দিকে ঠেলে দেওয়া হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, শান্তি পরিকল্পনার “প্রথম ধাপ” এই সপ্তাহে শেষ হওয়ার কথা।