নাসিরনগরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন

নাসিরনগরে সোমবার (২জুন) সকালে অত্যন্ত জমকালো আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা’২০২৫ উদ্বোধন উদ্বোধন করা হয়েছে ।
নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ফ্লাড রিকনস্ট্রাশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট(ফ্রিপ)প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের সন্মুখস্থ মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ব্রাহ্মনবাড়িয়া এর উপপরিচালক ড.মোস্তফা এমরান হোসেন।
আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ব্রাহ্মনবাড়িয়া এর অতিরিক্ত উপপরিচালক মো. ময়নুল হক সরকার । সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন। মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসাইন।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আসমত আলী,সাধারণ সম্পাদক মোজান্মেল হক সবুজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা- কর্মচারী, ছাত্রছাত্রীসহ এলাকার সাধারণ জনগণের অংশগ্রহণে মেলা ছিল উৎসবমুখর ।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন
কৃষি উপকরণ ও কৃষি পণ্য প্রদর্শনের জন্য ১২ টি স্টল অংশগ্রহণ করে মেলায় ।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসাইন জানান, আগামী ৪ জুন পর্যন্ত চলবে এই কৃষি প্রযুক্তি মেলা ।