বগুড়ায় ৩ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ায় গতকাল ২রা জুন দিবাগত রাতে এক বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রুজুকৃত একাধিক মামলার ০৩ জন পলাতক আসামি গ্রেফতার। উক্ত জেলার একাধিক থানায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ অভিযান চালিয়ে গাবতলি পৌর আওয়ামী লীগের সভাপতি,সারিয়াকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ থানার রায়নগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত আসামিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখার অফিসার এসআই ফজলুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানার রেল স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুজুকৃত একাধিক মামলার পলাতক আসামি বগুড়া জেলার গাবতলি উপজেলার পৌর আওয়ামী লীগের সভাপতি গাবতলি পাইকর পাড়ার মৃত আকবর হুসাইন এর ছেলে আজিজার রহমান পাইকার (৫০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি আজিজার পাইকার এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩টি মামলাসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
এদিকে সারিয়াকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সাবেক থানা ছাত্রলীগের সভাপতি) মফিজুল ইসলাম পটলকে গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখার অভিযানে সদর থানার সূত্রাপুর এলাকায় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রুজুকৃত মামলার পলাতক আসামি সারিয়াকান্দি উপজেলার দারুনা গ্রামের মোখলেছ এর ছেলে মফিজুল ইসলাম পটল (৪৫) গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ব্যক্তি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক থানা ছাত্রলীগের সভাপতি। তাছাড়াও মফিজুল ইসলাম পটল সাবেক এমপি আঃ মান্নান সাহেবের আপন ভাগিনা।
এছাড়াও শিবগঞ্জ থানার রায়নগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানা পুলিশ শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলা নাম্বার-২৩ এর বিস্ফোরক দ্রব্য আইনের আসামি টেপাগাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলাম এর ছেলে আশরাফুল ইসলাম (৪৫) (রায়নগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি) কে গ্রেফতার করা হয়। সকল আসামিদের বিরুদ্ধে যথাযথ ভাবে আইনগত বিধি ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান বলে জানা যায়।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১