ঢাকায় কোরবানি দিতে গিয়ে আহত ৭৭

রাজধানীসহ সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি। এর মধ্যেই ঘটেছে বেশ কিছু দুর্ঘটনা। ঢাকা ও আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে গরুর লাথি, শিংয়ের গুতা এবং ধারালো অস্ত্রের আঘাতে নারী-শিশুসহ মোট ৭৭ জন আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে আসা হয়।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ বলেন, সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ৭৭ জন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে তিনজনকে ভর্তি নেওয়া হয়েছে।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতসহ গরুর শিংয়ের গুতা ও গরুর লাথির আঘাতে শিশু ও নারীসহ মোট ৭৭ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
তিনি আরও বলেন, এদের মধ্যে তিনজন ভর্তি হয়েছেন এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।
প্রসঙ্গত, প্রতিবছর ঈদুল আজহার দিন পশু জবাই করার সময় অসাবধানবশত ধারালো অস্ত্রের আঘাতে বহু লোকজনের আহত হওয়ার ঘটনা ঘটে।