৩৩ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করে চট্টগ্রাম বন্দরের রেকর্ড

Sanchoy Biswas
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন, ০১ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বহুমুখী প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস গড়ল দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ডসংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সদ্যসমাপ্ত অর্থবছরে বন্দরটি মোট ৩২,৯৬,০৬৭ টিইইউস (TEUs - ট wenty-foot Equivalent Units) কন্টেইনার হ্যান্ডল করেছে, যা আগের বছরের তুলনায় ১,২৭,৩৭৭ টিইইউস বেশি।

এর আগের বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে হ্যান্ডল করা হয়েছিল ৩১,৬৮,৬৯০ টিইইউস এবং ২০২২-২৩ অর্থবছরে হ্যান্ডল হয় ৩০,০৭,৩৭৫ টিইইউস কন্টেইনার।

আরও পড়ুন: ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাছির গ্রেপ্তার

চলতি বছরের হ্যান্ডলিং কার্যক্রমে দীর্ঘস্থায়ী বন্যা, দুই ঈদের ছুটি, কাস্টমসের কলম বিরতি, পরিবহন ধর্মঘট, এনবিআর-এর শাটডাউনসহ নানা প্রতিকূলতা থাকলেও, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তা সফলভাবে মোকাবিলা করে রেকর্ড গড়তে সক্ষম হয়েছে।

এছাড়া, চলতি অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩,০৭,২৪,৭৮৩ মেট্রিক টন এবং এই সময়ের মধ্যে মোট ৪,০৭৭টি জাহাজ বন্দরে আগমন করেছে।

আরও পড়ুন: কমলগঞ্জে চা বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

বন্দরের এ সাফল্যের পেছনে রয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সরাসরি নির্দেশনা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা, বন্দরের বোর্ড সদস্যদের তদারকি ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রম।

এছাড়া কন্টেইনার অপারেশন সিস্টেমের আধুনিকায়ন, ই-গেট পাস চালু, বন্দরের অটোমেশন সেবা এবং অবকাঠামো উন্নয়নের মতো নানা পদক্ষেপও এই অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে।

বন্দর ব্যবহারকারীদের দ্রুত কন্টেইনার ডেলিভারির প্রবণতা, নিয়মিত যোগাযোগ ও সমন্বয় এবং সম্মিলিত সহযোগিতা এই রেকর্ড গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থবছরের শেষ দুই-তিন দিন এনবিআর-এর শাটডাউন না থাকলে কন্টেইনার হ্যান্ডলিং ৩.৩ মিলিয়ন ছাড়িয়ে যেত।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই অর্জনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ—নৌপরিবহন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ, কাস্টমস কর্তৃপক্ষ, শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং অংশীজন বিশেষ করে আমদানি-রপ্তানিকারক, কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট, বার্থ অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর, ফ্রেইট ফরোয়ার্ডার, এফবিসিসিআই, সিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও পণ্য পরিবহন সংশ্লিষ্ট সংগঠনসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।