নেত্রকোণা পৌর এলাকার রেলক্রসিং সমবায় বাজারে ব্যবসায়ীদের দোকান বন্ধ ও কর্মবিরতি

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৫ | আপডেট: ৬:০১ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণা পৌরসভার সাতপাই রেলক্রসিং সমবায় বাজারে অবৈধ লীজ বাতিল ও রেলওয়ে কর্তৃক উচ্ছেদ বন্ধের দাবিতে ব্যবসায়ীদের দোকান বন্ধ ও কর্মবিরতি চলছে। শুক্রবার সকাল থেকে বাজারের ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্যে এই কর্মসূচি শুরু করেন। ব্যবসায়ীরা জানান, রেলওয়ের আইনে দখল স্বত্ব অনুযায়ী ভূমি লীজ নিতে দখলে থাকা ব্যবসায়ীদের অগ্রাধিকার থাকলেও বিগত সরকারের আমলে রেলওয়ে কর্তৃপক্ষ বহিরাগত ব্যক্তিকে লীজ দেয়। সেই লীজ বাস্তবায়ন করতে রেলওয়ে থেকে নোটিশ করা হয়েছে আগামী ৬জুলাই বাজারটিতে উচ্ছেদ অভিযান চালানো হবে। তাই এই অবৈধ লীজ ও উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে ব্যবসায়ীদের সাথে সাবেক পৌর কমিশনার আবুল কালাম খোকন, গোলাম মোস্তফাসহ স্থানীয় ব্যক্তিবর্গরা অংশ নেন।

এদিকে নেত্রকোণা সরকারি কলেজ, কলেজ হোস্টেল, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, বিএডিসিসহ নানান সরকারি-বেসরকারি অফিস রয়েছে এই এলাকায়। যেগুলোতে কর্মরতরা এবং এলাকার স্থায়ী বাসিন্দাদের অন্তত ২০হাজার মানুষ প্রতিদিন মাছ-তরকারি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এই বাজার থেকেই ক্রয় করে থাকেন। তাই বাজারটি বন্ধ থাকায় মারাত্মক দুর্ভোগে পরেছেন তারা।

আরও পড়ুন: ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে: প্রেস সচিব