চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৫ | আপডেট: ৬:১১ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে রোববার দুপুরে অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

এলাকাবাসী জানায়, রোববার ভোরে বেতবাড়িয়া রেলগেটের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে ফাড়ি পুলিশ৷ মরদেহের পরিচয় সনাক্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। 

পুলিশ জানায়, লাশের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। মুখমণ্ডল থেতলে গিয়েছে। শরীরের বিভিন্নস্থানের গোসত ছিটিয়ে-ছড়িয়ে পড়ে ছিল। কোনভাবেই চেনার উপায় নেই। 

আরও পড়ুন: সীমান্তে গুলিবর্ষণে শিশুর মৃত্যু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ধার‍ণা করা হচ্ছে রাতে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ দূর্ঘটনা ঘটতে পারে৷

ঘটনাটি হত্যাকাণ্ড বা কোন সন্দেহজনক কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, এটি হত্যাকাণ্ড না, আমার কাছে ট্রেনে কেটে মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে৷ মৃত দেহের পাশে একটি ছেড়া লুঙ্গী ও শার্ট পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে আনজুমান মফিদুলে দাফনের প্রস্তুতি চলছে।