কুমিল্লা ছাত্রলীগের মিছিলের পর বদলি ওসি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। একই আদেশে আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেলিমকে সদর দক্ষিণ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ আটক ৩
পুলিশের একটি সূত্র জানায়, গত শুক্রবার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় জেলা ছাত্রলীগের ব্যানারে মহাসড়কে একটি ঝটিকা মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপরই ওসি রফিকুল ইসলামকে সরিয়ে নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
তবে পুলিশের পক্ষ থেকে এই পরিবর্তনকে ‘কাকতালীয়’ বলে দাবি করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, ওসি বদলির এ আদেশের সঙ্গে ছাত্রলীগের মিছিলের ঘটনার সরাসরি যোগসূত্র নেই। এটি নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ, যা পুলিশের অভ্যন্তরে নিয়মিতই ঘটে থাকে।
আরও পড়ুন: ভারতীয় চোরাচালান ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ
এদিকে, মহাসড়কে দায়িত্বে থাকা মিয়ার বাজার হাইওয়ে থানার পুলিশের ভূমিকাও সমালোচনার মুখে পড়েছে। ঘটনার দিন তারা কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।