গোপালগঞ্জে রাত আটটা থেকে কারফিউ জারি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ৬:০৩ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার আজ বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার ৬টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করেছে। গোপালগঞ্জের জেলা পরিষদ জানিয়েছেন কারফিউ  চলাকালীন পুরো জেলা কারফিউ  আওতায় থাকবে।

দুপুর পৌনে ৩টার দিকে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গাড়িবহরটি পৌঁছালে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এনসিপির নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাই এই হামলায় অংশ নেয়।

আরও পড়ুন: মা’কে গলাটিপে হত্যা, ছেলে আটক

শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকায় শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। সড়কে এনে চেয়ার আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় দোকানপাট ও যান চলাচল। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে। একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

আরও পড়ুন: গণতন্ত্র সুসংহত করতে গণভোট জরুরি, রূপগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত