র্যাবের যৌথ অভিযানে শাকিল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
বগুড়ায় র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২১শে জুলাই সোমবার জানা যায় যে, গত ১৪ই জুন বগুড়া সদর থানার ফুলবাড়ী এলাকায় ১৪ বছর বয়সী এক অপ্রাপ্ত কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায়, বাবা শাকিলকে তুলে নিয়ে নৃশংস ভাবে পিটিয়ে আলোচিত হত্যা কাণ্ডের অন্যতম প্রধান আসামি রাজুকে (৪০) র্যাব-১২ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায় যে, বগুড়া শহরের ফুলবাড়ী কারিগর পাড়ার মৃত সেকেন্দার আলী সরকারের ছেলে জিতু সরকার (৪৩) একই এলাকার অপ্রাপ্ত কিশোরী মেয়ে সুরমীকে (১৪) দীর্ঘ দিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়ের বাবা ভিকটিম শাকিল বিয়ে দিতে রাজি না হওয়ায়। গত ১৪ই জুন দুপুর আনুমানিক ১২টার সময় ভিকটিম শাকিল তার অটোরিক্সা নিয়ে বগুড়া সদর থানার শিববাটি শাহী মসজিদ রোড ইন্দিরার পার যায়। জনৈক পুকুর মুদি দোকানের সামনে পৌঁছালে ১নং আসামি জিতু সরকার (৪৩) এর নেতৃত্বে অন্যান্য আসামিদের সহায়তায় এলোপাথাড়ি মারপিট করে জখম করে। শাকিলের চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসলে শাকিল দৌড়ে নিজ বাড়িতে আশ্রয় নেয়। একই দিন দুপুর আনুমানিক ২টার সময় ৫ থেকে ৬ টি মোটরসাইকেল করে আসামিগণ শাকিলেকে বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে। এরপর শহরের ফুলবাড়ী মৃধাপাড়া গ্রামের করতোয়া নদীর পাড়ে নিয়ে হত্যার উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে শরীরে এলোপাথাড়ি পিটিয়ে জখম করলে জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়লে আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের লোকজন শাকিলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে বগুড়া সদর থানায় এজাহার নামীয় ১৭ জন ও অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেই সূত্র ধরে র্যাব-১২ বগুড়া আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকা গুলশান থানার নিকেতন এলাকায় উল্লিখিত হত্যা মামলার ০২নং পালাতক আসামি রাজু শেখ (৪০) অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিক নির্দেশনায় র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় গত ২০শে জুলাই/২৫ইং তারিখ দিবাগত রাতে আনুমানিক ৯টা ২০ মিনিটের সময় র্যাব-১২ বগুড়া এবং র্যাব-১ উত্তরা এর যৌথ অভিযানিক দল ডিএমপি ঢাকা গুলশান থানার নিকেতন এলাকার রোড নং-৩, বাসা নং-২২ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এতে উল্লেখিত হত্যা মামলার ০২নং পলাতক আসামি শহরের শিববাটি ঘোড়াপাড়া এলাকার সলু এর ছেলে রাজু শেখকে (৪০) গ্রেফতার করে।
এবিষয়ে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন, এম আবুল হাশেম সবুজ বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি রাজুকে (৪০) র্যাব-১২ বগুড়া ও র্যাব-১ উত্তরা এর যৌথ অভিযানে ঢাকা থেকে গ্রেফতার করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ





