সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের মৃত্যু

Sanchoy Biswas
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৫২ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আব্দুল হালিম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

রোববার (০৩ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের খাজুরা মাঠে নিজের পুকুরের পানি সেচ দিতে গিয়ে ওই কৃষকের মৃত্যু হয়। নিহত কৃষক খাজুরা গ্রামের আবুল কালামের ছেলে।

আরও পড়ুন: পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি বগুড়ায় আটক

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাতে বৃষ্টিতে পুকুরের পানি বৃদ্ধি পেলে পানি সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক মোটরের লাইনের শর্ট সার্কিটে ওই যুবকের মৃত্যু হয়। পরে মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কেউ বাদী না থাকায় লাশ কবরস্থ করার অনুমতি দেয়া হয়েছে।