আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী গ্রেফতার
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার পারিবারিক কলহের জেরে মোছা. আঁখি আক্তার (২০) নামের এক পোশাক শ্রমিককে গলা টিপে হত্যা করেছে তার স্বামী।
বুধবার (১৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান। এর আগে ভোররাতে নিজ ভাড়া বাসায় এই হত্যা কাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: দেশজুড়ে বাড়ছে শীতের প্রভাব, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা
নিহতের বাড়ি শরীয়তপুর জেলার ডামুরডা থানার বুড়িরহাট গ্রামে। তিনি তার স্বামী রাজ মিস্ত্রি মো. হৃদয়ের ( ২৬) সাথে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় মোস্তাফিজুর রহমানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে ওয়াইপি আশুলিয়া লি. নামক একটি ক্যাপ ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
সূত্র জানায়, নিহত আঁখি আক্তার ও তার স্বামী নিজ বাসায় অবস্থান করছিলেন। রাতে তাদের মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া লেগে যায়। এসময় ঝগড়ার একপর্যায়ে ঘাতক স্বামী স্ত্রীর গলা টিপে ধরে। এতে শ্বাসরুদ্ধ হয়ে আঁখি আক্তার মৃত্যুর কোলে ঢোলে পড়ে। এরপর আশপাশের লোকজন খবর পেয়ে ঘাতক স্বামী হৃদয় কে আটক করে রাখে। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতককে গ্রেফতার করে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।





