কাপাসিয়ায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:১৬ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকারীদের ওপর ফ্যাসিস্টদের হামলার ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় কাপাসিয়া প্রেসক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতার যুগ্ম সদস্য সচিব মোঃ রাশেদ লিখিত বক্তব্যে বলেন, বিগত স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে দেশব্যাপী ছাত্র জনতা জীবন বাজি রেখে আন্দোলন করেছে। ওই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন। ২০২৪ সালের হাসিনা বিরোধী আন্দোলনে ৪ আগস্ট কাপাসিয়ায় ছাত্র জনতার উপর তৎকালীন সংসদ সদস্য সিমিন হোসেন রিমির নির্দেশে আওয়ামীলীগ ও যুবলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা হামলা চালায়। এতে বহু ছাত্র জনতা গুরুতর আহত হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। এঘটনায় পরবর্তীতে কাপাসিয়া থানায় একটি মামলা ২৩(০৯)২০২৪) দায়ের করা হয়। কিন্তু দেশের বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যা অত্যন্ত দুঃখজনক ও আত্মহত্যার সামিল। এঘটনায় উপস্থিত নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

আরও পড়ুন: বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে পটুয়াখালী ট্রাইব্যুনালের পিপির সদস্য পদ স্থগিত

উল্লেখিত মামলাটি কোন প্রকার নিয়মনীতি অনুসরণ করে প্রত্যাহারের তালিকায় দেয়া হয়নি। মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত পূণ:বিবেচনা করে পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তর ও আদালত সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের বিষয়টি আমলে নেয়ার দাবি জানান। আগামী ৭ দিনের মধ্যে এই মামলাটি পুনর্বহাল না করলে কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেন। তারা দাবি করে বলেন, গাজীপুর জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহ. মোস্তফা কামাল তার দপ্তর থেকে মামলা প্রত্যাহারের যে তালিকা প্রেরণ করেছেন, তাতে আলোচিত ও উল্লেখিত ওই মামলা ছিল না। আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের দিয়ে উচ্চ পর্যায় থেকে এ জঘন্যতম অপকর্মটি করা হয়েছে। 

নেতৃবৃন্দ আরো বলেন, পতিত স্বৈরাচারী হাসিনার দোসরদের এতোটাই দুঃসাহস যে, দেশের এতো লুটপাটের পরও বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা জীবন বাজি রেখে আন্দোলন করেছে, তাদের নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে। তারা মামলাটি সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানিয়েছেন। 

আরও পড়ুন: কিশোরগঞ্জের নিকলীতে ৩৬ কেজি গাঁজাসহ তিন কারবারি আটক

এসময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা বৈষম্য বিরোধী সদস্য যুবরাজ প্রধান, জুলাই যোদ্ধা মিনহাজুল আবেদীন, জাহিদুল হাসান, সেজান, আলভী প্রমুখ।

উল্লেখ্য , স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলা প্রত্যাহারের সরবরাহকৃত একটি পত্র পর্যালোচনা করে দেখা যায়, সহকারী সচিব মোঃ মফিজুল ইসলাম স্বাক্ষরিত ২০২৫ সালের ১৫ ও ১৬ জুনের একটি পত্রে বিভিন্ন মামলা প্রত্যাহারের সাথে কাপাসিয়া থানার উল্লেখিত ওই মামলাটি রয়েছে। এতে ১৮৯৮ সালের ৪৯৪ ধারার আওতায় মামলা প্রত্যাহার প্রসঙ্গে উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সরকার ফৌজদারি কার্যবিধির উল্লেখিত ধারার আওতায় গাজীপুর জেলার নিম্নোক্ত মামলাসমূহ প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত মামলা প্রত্যাহার করার লক্ষ্যে গাজীপুর জেলা পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।