ছাত্র জনতা হত্যা মামলায় জাবির সাবেক সহকারী প্রক্টর গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সহাকারি প্রক্টর ও বহিস্কৃত সহকারী অধ্যাপক (জাবি) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন সাভার থানা পুলিশ। এর আগে রাত ৩ টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
গ্রেপ্তারকৃত মাহমুদুর রহমান জনি কিশোরগঞ্জ জেলা হারুয়া গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর সাবেক সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর (বহিস্কৃত) এবং জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি দায়িত্ব পালন করেছেন।
তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলনে দেশের পটপরিবর্তনের পর থেকে তিনি পালাতক ছিলেন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।