নরসিংদীতে দোকান কর্মচারী হত্যার ঘটনায় জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করলো পিবিআই

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫৪ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে দোকান কর্মচারী মোজাম্মেলকে প্রকাশ্যে গলাকেটে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে কাউসার (২০) এবং রায়পুরা উপজেলার রাজাগঞ্জ গ্রামের কাশেম মিয়ার ছেলে রাকিব (২৫)।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

সোমবার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এস. এম. মোস্তাইন হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, গত ২০ আগস্ট নরসিংদীতে চাঞ্চল্যকর দোকান কর্মচারী মোজাম্মেল হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পিবিআই নরসিংদীর একটি দল ছায়া তদন্তে মাঠে নামে। পিবিআইয়ের উপপরিদর্শক মোহাম্মদ আবু সালেকসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত কাউসারকে কুমিল্লা ও রাকিবকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

তিনি আরও জানান, নিহত দোকান কর্মচারী মোজাম্মেল মিয়া (২০) নরসিংদীর সি অ্যান্ড বি রোডে চৌধুরী মার্কেটের সুমন মিয়ার এবং আসামি কাউসার একই মার্কেটের শামীম মিয়ার কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। গত ১৮ আগস্ট বিকেল ৩টায় নিহত মোজাম্মেল ও কাউসার দুষ্টুমি করার সময় কাউসারের মোবাইলে পানির ছিটা পড়ে। এতে কাউসার তার মোবাইল নষ্ট হয়েছে বলে মোজাম্মেলের নিকট জরিমানা দাবি করে। এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হলে গত ২০ আগস্ট মোজাম্মেল মিয়া সকাল সাড়ে ১০টায় হাজীপুরের ভাড়া বাড়ি থেকে বের হলে কথা আছে বলে আসামি কাউসার নয়াপাড়া তালতলা মাঠে নিয়ে আসে। এসময় রাকিব ধারালো দা নিয়ে আগে থেকেই উৎপেতে ছিল। পরে কাউসার রাকিবের হাত থেকে ধারালো দা নিয়ে মোজাম্মেলের ঘাড়ে পরপর ৩টি কোপ দিয়ে হত্যা করে।

গ্রেপ্তারকৃত আসামি কাউসার হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলেও তিনি জানান।