বগুড়ায় ফুটপাত দখলের ভিডিও ফাঁস, সাংবাদিককে হত্যার হুমকি

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:২৩ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় ফুটপাত দখলের ভিডিও ফাঁস করায় প্রকাশ্যে নাগরিক টিভি'র বগুড়া জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহিমকে হত্যার হুমকি প্রদান করা হয়েছে। উক্ত ঘটনায় সাংবাদিক আব্দুর রহিম বগুড়া সদর থানায় গত রবিবার দিবাগত রাতে (২৪শে আগস্ট) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে সাংবাদিক মহলের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্র জানায়, বগুড়া শহরের আনাচে কানাচের ফুটপাতগুলোতে অসংখ্য দোকান বসানোর কারণে শহরের যানজট, নিরাপত্তাহীনতা এবং চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল এবং নগর জীবনে এর নেতিবাচক প্রভাবের বিষয়ে নানা অভিযোগ করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

সাংবাদিক আব্দুর রহিম গত ২০শে আগস্ট বুধবার রাতে তার ফেসবুক ওয়ালে একটি ভিডিও আপলোড করেন, যেখানে ফুটপাত দখলের ঘটনা ও প্রশাসনের উচ্ছেদ অভিযান তুলে ধরা হয়। এই ভিডিও প্রকাশের পরেই বগুড়া শহরের পিডিবি রোড ও তার আশেপাশের চা-দোকান ও অন্যান্য দোকানে প্রশাসন অভিযান চালায়। অভিযানের কারণে ক্ষুব্ধ হয়ে ফুটপাতের এক দোকানী আব্দুর রহিমকে হত্যার হুমকি প্রদান করে।

হুমকির ঘটনা আরও গুরুতর হয়ে ওঠে, যখন গত ২৪শে আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে ০৩ জন দোকানী আব্দুর রহিমের নাগরিক টিভির অফিসের সামনে এসে তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। অভিযোগে বলা হয়, প্রধান আসামী মিলন মিয়া বলেন, “তোকে মারার জন্য ৩ লক্ষ টাকা রাখা হয়েছে। কাল থেকে আবারও দোকান বসাবো, আর পুলিশ আসলে তাদেরও হাত কেটে নেবো।” হুমকিতে আরও দুই ব্যক্তি অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

স্থানীয়রা এই ঘটনায় দোকানীর ও প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে এমন ঘটনা পুনরায় ঘটতে পারে। শহরের সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, শহরের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণের সংবাদ সঠিকভাবে পরিবেশন করা সম্ভব হবে না। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এবিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, সাংবাদিক আব্দুর রহিমকে প্রাণনাশের হুমকির অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।