আগামীকাল নবীনগর যাচ্ছেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ আগামীকাল ২৭ আগস্ট (বুধবার) নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সফরে যাচ্ছেন।
সরকারি কর্মসূচি অনুযায়ী, ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তিনি উপজেলার নাছিরাবাদ ও শ্যামগ্রাম ইউনিয়নের মেঘনা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। এ সময় তিনি ভাঙনে সর্বস্ব হারানো পরিবারগুলোর খোঁজখবর নেবেন এবং পুনর্বাসন কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দেবেন।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
স্থানীয়রা জানিয়েছেন, নদীভাঙনে বহু পরিবার ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার পথ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলেন,
“আমাদের চোখের সামনে ভিটেমাটি নদী গিলে নিলো। এখন কোথায় যাবো? যদি সরকার পাশে দাঁড়ায়, তবে আবার নতুন করে ঘর বাঁধতে পারবো।”
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন
পরিদর্শন শেষে বিকাল ৩টায় নাছিরাবাদ এলাকায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
তার এ আগমনকে ঘিরে নবীনগরের ভাঙনকবলিত মানুষদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা বিশ্বাস করছে, এই সফর থেকে গৃহীত পদক্ষেপ তাদের জীবন ও জীবিকায় ইতিবাচক পরিবর্তন আনবে।