পিরোজপুর জেলা পুলিশের সাফল্য: ২০টি মোবাইল ও ৫টি হ্যাকড ফেসবুক আইডি উদ্ধার

পিরোজপুরে হারানো ২০টি মোবাইল ফোন ও হ্যাক হওয়া ৫টি ফেসবুক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
পুলিশ সুপার জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে হারানো মোবাইল ফোন ও ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। এরই ধারাবাহিকতায় সদর থানায় ৩টি, ইন্দুরকানি থানায় ৫টি, মঠবাড়িয়া থানায় ৩টি, নাজিরপুর থানায় ৬টি এবং ভান্ডারিয়া থানায় ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন উপজেলার ভুক্তভোগীদের হ্যাক হওয়া ৫টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, “অতি অল্প সময়ে হারানো মোবাইল ফোন ও হ্যাকড ফেসবুক আইডি উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। জেলা পুলিশের এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”