নেত্রকোণা জেলা বিএনপির কাউন্সিলে নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে নারী দলের বিক্ষোভ
নেত্রকোণায় আসন্ন জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলা ও উপজেলা কমিটিতে ২০% নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী নারী দলের একাংশ।
আজ ২৭ আগস্ট বুধবার দুপুরে জাতীয়তাবাদী নারী নেতৃবৃন্দের ব্যানারে মোক্তারপাড়াস্থ পৌরসভার সামনের সড়কে এই প্রতিবাদ ও বিক্ষোভ করেন তারা। এতে জেলা ও উপজেলার জাতীয়তাবাদী নারী দলের নেত্রী ও সদস্যরা অংশ নেন।
আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র্যালি
প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহীন, জেলা জাতীয়তাবাদী নারী দলের সহসভাপতি পারভীন আক্তারসহ অন্যরা।
বক্তরা বলেন, আগামী ৩০ আগস্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলা ও উপজেলায় ১০১ জন সদস্যের যে কমিটিগুলো করা হয়েছে, তাতে ২০% নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত করা হয়নি। যা সংবিধান ও বিএনপির ৩১ দফা পরিপন্থি। এ সময় তারা বিভিন্ন সময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অবদানের কথা উল্লেখ করে এসব কমিটিতে ২০% নারী কাউন্সিলর অন্তর্ভুক্তির জন্য দলীয় হাই কমান্ডের কাছে দাবি জানান।
আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি





