গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ছবিঃ সংগৃহীত
গোপালগঞ্জ জেলা সদরের মোলভীপাড়ায় কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মোলভীপাড়া এলাকার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর একজন শিক্ষার্থী।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বাসায় যাওয়ার সময় রাস্তার পাশে থাকা কুকুর তাকে তাড়া করে। এ সময় সে ভীত হয়ে দৌড়ে পালাতে গিয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে যায়।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
আত্মীয়স্বজনরা গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত সরকার তাকে মৃত ঘোষণা করেন।