গোপালগঞ্জে ১২শ' অধিক মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

Sanchoy Biswas
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৮ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জে এক হাজার ২৮৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৩৫৩টি, মুকসুদপুরে ২৯৮টি, কাশিয়ানীতে ২২৪টি, কোটালীপাড়ায় ৩২১টি এবং টুঙ্গিপাড়ায় ৯০টি।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: ড. মঈন খান

সভায় সভাপতি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জানান, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রশাসন পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে এক হাজার ৭৭টি ঝুঁকিপূর্ণ মন্দিরে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে।

তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো, প্রতিমা তৈরির সময় নিরাপত্তা, বিসর্জনের স্থান ও সময়ের নিরাপত্তা, সড়কের নিরাপত্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ এবং নারীর শ্লীলতাহানি প্রতিরোধে কঠোর নজরদারি থাকবে। এছাড়া পূজামণ্ডপে অতিরিক্ত বা অপরিচিতদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং স্থানীয় মণ্ডপের সদস্যদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। আগামী সপ্তাহের মধ্যে প্রত্যেক উপজেলার পূজা কমিটির সদস্যদের নিয়ে আরও একটি প্রস্তুতিমূলক সভা হবে।

আরও পড়ুন: কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভিন, গোপালগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর জুভেন ওয়াহিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি রমেন্দ্রনাথ সরকার বক্তব্য দেন।

এসময় এনএসআই, র‌্যাব, আনসার, পিডিবি, ওজিপাডিকো, পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলার পূজামণ্ডপের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজোর মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা।