যারা বিএনপির দুর্দিনে মাঠে ছিলেন, সুদিনে তারাই থাকবেন: কেন্দ্রীয় নেতা মু. মুনির হোসেন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেন বলেন, "যত দ্রুত জাতীয় নির্বাচন হবে ততই দেশ ও জাতির জন্য মঙ্গল হবে। কোন কোন রাজনৈতিক দল চাইছেন না নির্বাচন তাড়াতাড়ি হোক। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন তারা জাতির শত্রু, জনগণের শত্রু।"
বুধবার (৩ আগস্ট) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট হাসিনা সরকারের ১৭ বছরে রাজপথে যারা ছিলেন না, তারা আজ সুদিনে এসে বিএনপির জিকির করছেন। যারা বিএনপির দুর্দিনে মাঠে ছিলেন, সুদিনে তারাই থাকবেন, কোনো সুবিধাবাদীরা থাকতে পারবেন না।"
বিএনপির এই নেতা আরও বলেন, "বাউফলের মানুষ তারুণ্যনির্ভর নেতৃত্ব চায়। বাসি খাবার কেউ খেতে চায় না। আমি আপাদমস্তক বিএনপির জন্য কাজ করেছি। জেল-জুলুমের শিকার হয়েছি। কোনো দল বদল করে বিএনপিতে আসিনি। যারা দল বদল করে এসেছেন তারা বড় বড় বুলি দিয়েন না।"
আরও পড়ুন: কাপাসিয়ায় বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানের ব্যাপক গণসংযোগ
এ সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতার সাথে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খলিলুর রহমান, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ সংগঠনের প্রায় ১৫ হাজারের বেশি নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্র জানায়।