সুর সম্রাট আলাউদ্দিন খাঁ’র মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Sadek Ali
‎ফরিদ আহমেদ, ‎নবীনগর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৩৭ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শাস্ত্রীয় সংগীতের মহারথী, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎‎শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নবীনগরের ঐতিহ্যবাহী সুরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন: কমলনগরে অধ্যক্ষ দেলোয়ার হোসেন টুমচরির নির্দেশে সরকারি বই বিক্রির অভিযোগ

‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রেজাউল কবির। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুধু ভারতবর্ষ নয়, বিশ্বসংগীত অঙ্গনে এক অনন্য নাম। তাঁর জন্মভূমি নবীনগর হওয়ায় এটি আমাদের জন্য গৌরবের বিষয়। তাঁর স্মৃতিকে ধরে রাখতে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

‎‎আলোচনায় অংশ নেন নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, শিবপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, বিশিষ্ট লেখক আমির হোসেনসহ স্থানীয় শিক্ষাবিদ ও সুধীজন।

আরও পড়ুন: লাশ পড়ানো ও পুলিশের গাড়ি হামলার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

‎‎এসময় কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন, আব্দুল নুর, জাফর উল্লাহ, প্রভাষক বাকির আহমেদ হামিম ও মোঃ গোলাম কিবরিয়াসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎‎অনুষ্ঠানের শুরুতে সুরসম্রাটের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।